দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলতি বছরের ১০ আগস্ট পারিবারিকভাবে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হওয়া অভিনেত্রী সারিকা মা হতে চলেছেন।
চলতি বছরের ১০ আগস্ট পারিবারিকভাবে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হওয়া মডেল ও অভিনেত্রী সারিকা মা হতে যাচ্ছেন। অবশ্য মাঝে বিয়ে ভেঙে যাওয়ার খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এবার জানা গেলো নতুন অতিথি আসার খবর। শিগগিরই সারিকা-মাহিমের সংসারে আসতে যাচ্ছে এই নতুন অতিথি।
শিগগিরই মা হচ্ছেন সারিকা এমন খবর দিযেছে তার পরিবারের সদস্যরা। এ খবরে সারিকা-মাহিমের সংসার ভাঙ্গার বদলে আনন্দের হাওয়া বইতে শুরু করেছে- এমনটিই জানা গেছে। আর তাই সারিকা এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা শুরু করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শোবিজ হতে বেশ দূরে সরে রয়েছে এই অভিনেত্রী। বিয়ের পরও সারিকা সংবাদমাধ্যমে বলেছিলেন, আপাতত সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান। সংসার গুছিয়ে নিয়ে তারপর অভিনয়ে ফিরবেন। তবে সারিকার মা হওয়ার খবরে এখন বোঝা যাচ্ছে, সংসার নিয়েই আগামী পুরো বছর ব্যস্ত থাকবেন বর্তমান প্রজন্মের এই অভিনেত্রী সারিকা।