দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাস্তায় হাজার হাজার গাড়ি চলছে কোনটি বৈধ আর কোনটি অবৈধ সেটি ধরতে আগে গাড়ি থামিয়ে তার কাগজপত্র দেখে বেশ সময় নিয়ে বুঝতে হতো। কিন্তু এবার খুব কম সময়ে ডিজিটাল মেশিন ধরে দেবে গাড়ি বৈধ না অবৈধ!
আগে গাড়ির বৈধতা জানতে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখে অনেক সময় নষ্ট করে নির্ধারণ করা লাগতো। কিন্তু এখন আর তার কোনো প্রয়োজন পড়বে না। এখন খুব কম সময়ে ডিজিটাল মেশিন সে কাজটি করে দেবে ট্রাফিক পুলিশকে। আর এই মেশিনটির নাম হলো ‘ট্রাফিক পোস্ট ডিভাইডার’।
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মোড়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ সার্জেন্টদের হাতে এই ডিজিটাল মেশিনটি হস্তান্তর করেন।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ সে সময় বলেন, ‘এই মেশিনের ফলে গাড়ির মালিক, চালক ও ট্রাফিক সার্জেন্টদের হয়রানি কমে আসবে। এতে খুব অল্প সময়েই সার্জেন্টরা গাড়ির বৈধতা শনাক্ত করতে পারবেন।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘শুধু বৈধ অবৈধই নয়, এই মেশিনের ফলে খুব সহজেই ট্রাফিক সার্জেন্টরা জানতে পারবেন আটককৃত গাড়ির নামে আগে কোনো মামলা ছিল কি-না। তাছাড়া এতে খুব অল্প সময়েই সয়ংক্রিয় পদ্ধতিতে মামলার কাগজ প্রিন্ট আউট হয়ে আসবে।’
উল্লেখ্য, জানানো হয়েছে প্রাথমকিভাবে ৫শ’টি ট্রাফিক পোস্ট ডিভাইডার মেশিন সার্জেন্টদের হাতে দেওয়া হবে। এ ডিভাইসগুলো আনা হয়েছে চীন হতে। এই ট্রাফিক পোস্ট ডিভাইডারের উদ্যোগটি গ্রহণ করা হয় ২০১২ সালে।