দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে অনেক ফুলের বাগান রয়েছে। রং বেরংয়ের কত ফুলের বাগানের কাহিনী রয়েছে। কিন্তু এবার বিশ্বের একটি বড় ফুলের বাগান সম্পর্কে জানুন।
ফুল এমন একটি জিনিস যা সকলের কাছে একটি প্রিয় জিনিস। কোনো ফুলের বাগানে গেলে যে কেও অভিভূত না হয়ে পারে না। ফুলের বাগান করার জায়গা না থাকলেও আমরা অনেকেই বাসা বাড়ির আঙিনায় ফুলের বাগান করে থাকি। িআবার অনেকেই ঘরের কোণে অথবা বারান্দা বা ব্যালকনিতেও ফুলের বাগান করি। পৃথিবীতে এমন অনেক শৌখিন প্রকৃতির মানুষ রয়েছেন যারা ফুলের বাগানের জন্য পাগল হয়ে যান।
পৃথিবীতে যতো বাগানই থাক না কেনো বিশাল এক ফুলের বাগান সকলকেই তাক লাগিয়ে দিয়েছেন। এমনই একটি ফুলের বাগান হলো ‘দুবাই মিরাকল গার্ডেন’। এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান। এটি এমন একটি ফুল বাগান যে দুর-দুরান্ত হতেও আনেক পর্যটক আসেন এই ফুল বাগান দেখতে।
‘দুবাই মিরাকল গার্ডেন’ নামের এই দুবাইয়ের ফুল বাগানটির আয়তন ৭২ হাজার বর্গমিটার। এই ফুল বাগানে রয়েছে ৪৫ মিলিয়নেরও বেশি ফুল। আবার এইসব ফুলের অনেকগুলোই এই অঞ্চলে প্রথম লাগানো হয়েছে।
‘দুবাই মিরাকল গার্ডেন’ ফুল বাগানটিকে সাজানো হয়েছে বিভিন্ন রকম রঙিন ফুলের গাছ। এই ফুল গাছগুলোকে আবার হার্ট, তারা, গাড়ি, ইগলু, পিরামিডসহ বিভিন্ন আকৃতির রূপ দেওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক আসেন এই বিশাল ফুল বাগান ‘দুবাই মিরাকল গার্ডেন’ দেখতে। ফুলের এমন সমাহার দেখে অভিভূত হন সবাই। তথ্যসূত্র: vtv.vn/doi-song