দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জার্মানি উত্তাল হয়ে পড়েছে। এর কারণ হলো ‘ইসলামিকরণ’ বিতর্ক নিয়ে পক্ষে-বিপক্ষের বিক্ষোভ এখন এক মহা উত্তাল আকার ধারণ করছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এক বিতর্কে উত্তাল হয়ে উঠেছে জার্মানি। আর এই বিতর্কের নাম হচ্ছে ‘ইসলামিকরণ’। জার্মানির অনেকের অভিযোগ যে, অভিবাসনের সুযোগ নিয়ে জার্মানি এবং ইউরোপসহ পশ্চিমা বিশ্বে চলছে ‘ইসলামিকরণ’। আর এভাবেই মুসলমানের সংখ্যা বাড়ানো হচ্ছে।
এই তথাকথিত ‘ইসলামিকরণ’-এর বিরুদ্ধে গত বছরের অক্টোবর হতে শুরু হয় আন্দোলন-বিক্ষোভ, যা এখনও চলছে। ‘প্যাট্রিয়টিক ইউরোপিয়ান অ্যাগেনস্ট ইসলামাইজেশন অব দ্যা ওয়েস্ট’, যাকে সংক্ষেপে বলা হয় ‘পেজিডা’ নামে কয়েক সপ্তাহ আগে আন্দোলন শুরু হয় জার্মানিতে।
দেশটির ড্রেসডেন শহরে এই পেজিডা আন্দোলনের সূত্রপাত ঘটে। এই আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করতে বাধা নেওয়া।
অপরদিকে পেজিডা আন্দোলনের বিরোধিতা করে জার্মানিতে সক্রিয়া ভূমিকা রাখছে উদারপন্থি আরেকটি গ্রুপ। জার্মানির প্রাক্তন চ্যান্সেলরসহ ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা এই গ্রুপে যোগ দিয়েছেন। তাদের অভিমত হলো, জার্মানি কখনও অভিবাসন প্রত্যাশীদের এবং অভিবাসীদের ছুড়ে ফেলতে পারে না। ‘ভিনদেশিদের নিয়ে ভয়’ করার বিপক্ষে অবস্থান নিয়ে তারা বলেছেন যে, বহু জাতির সংমিশ্রণের প্রতি নৈতিক সমর্থন এবং ধৈর্য্য থাকা দরকার।
উল্লেখ্য, অক্টোবর হতে স্বল্প পরিসরে পেজিডার আন্দোলন শুরু হলেও গতকাল মঙ্গলবার হতে তা বড় আকার ধারণ করেছে। গতকাল পেজিডার পক্ষে ড্রেসডেনে প্রায় ১৮ হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে। অভিবাসন আইন কঠোর করে ইসলামি তৎপরতা রুখতে সরকারের কাছে দাবি জানিয়ে র্যালি করেছে আন্দোলনকারীরা। অপরদিকে পেজিডার এই র্যালির বিরোধিতা করেও বার্লিন, ড্রেসডেন এবং স্টুটগার্টসহ জার্মানির অধিকাংশ শহরে বিক্ষোভ হয়েছে। ওইসব বিক্ষোভ হতে পেজিডার দাবি প্রত্যাখ্যান করে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল হওয়ারও আহ্বান জানানো হয়েছে। এমনকি পেজিডার বিপক্ষে অবস্থান নিয়ে জার্মানির ৮০ জন বিখ্যাত ব্যক্তি খ্যাতিসম্পন্ন ‘বিল্ড’ সংবাদপত্রে তাদের মতামত তুলে ধরেছেন।