দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শ্যুটিং বন্ধ রেখে হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সদস্যরা। মঙ্গলবার হতে নির্মাণাধীন ‘ব্ল্যাকমানি’ ছবির শ্যুটিং বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন ছবিটির কলাকুশলীরা।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আগামী শুক্রবার দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’। ভিনদেশী চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদে শ্যুটিংসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আর এই প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার হতে নির্মাণাধীন ‘ব্ল্যাকমানি’ ছবির শ্যুটিং বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন ছবিটির কলাকুশলীরা।
জানা যায়, ১৩ জানুয়ারি হতে শুরু হয়েছে সায়মন, মৌসুমী হামিদ এবং কেয়া অভিনীত ‘ব্ল্যাকমানি’ ছবির আউটডোর শ্যুটিং। প্রথম দফায় রাঙ্গামাটির কাপ্তাই লেকে কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। বর্তমানে কক্সবাজারে বিভিন্ন লোকেশনে এই ছবির শ্যুটি চলছে। কিন্তু হঠাৎ করেই হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’ বাংলাদেশে মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পরিচালক সমিতির সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে শ্যুটিং বন্ধ রেখেছেন ‘ব্ল্যাকমানি’ ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি।
উল্লেখ্য, হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’ মুক্তির প্রতিবাদে মঙ্গলবার হতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ডাকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই কর্মবিরতি শুরু করেছে। যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত পরিচালক, শিল্পীসহ কলাকুশলীরা কর্মবিরতিতে থাকবেন বলে জানানো হয়েছে।