দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতরাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমায় দগ্ধ হয়েছেন ২৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক।
গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহণের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই পেট্রোল বোমায় অন্তত ২৯ যাত্রী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।
গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিয়ে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধরা হলেন- জয়নাল আবেদীন, ইসতিয়াক মো: বাবর, সালাউদ্দিন পলাশ, সালমান, নাজমুল হোসেন, মো: শরীফ. মো: রাশেদ, শাহিদা আক্তার, তার স্বামী ইয়াসির আরাফাত, সালাউদ্দিন, মোশারফ হোসেন, মো: হৃদয়, ওসমান গনি, নূর আলম, মোহাম্মদ খোকন, মো: মোমেন এবং মো: হারিছ।
জানা যায়, রাজধানীর গুলিস্তান হতে রূপগঞ্জগামী গ্লোরি পরিবহণের একটি বাস যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকা অতিক্রমকালে বাসটিতে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় পেট্রোলবোমায় অধিকাংশ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে।
এদিকে দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। চারিদিকে হাহাকার পড়ে যায়। আহতদের আর্তনাদ এবং নিকট আত্মীয়দের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারি হয়ে যায়।