দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাগরের তলদেশে কত হাজার রকমের প্রকৃতি বিদ্যমান তার কোনো শেষ নেই। গবেষকরা একের পর এক এসব প্রকৃতির সন্ধান দিচ্ছেন। এবার দিয়েছেন এক প্রাগৈতিহাসিক অরণ্যের সন্ধান।
গবেষকদের গবেষণায় এবার সাগরের তলদেশে সন্ধান মিলেছে এক প্রাগৈতিহাসিক অরণ্যের। কৌতূহলী দুই ডুবুরি উত্তর সাগরের নিচে এই প্রাগৈতিহাসিক অরণ্যের সন্ধান পান। বলা হয়েছে, প্রায় ১০ হাজার বছর আগেকার এই অরণ্য বিস্তৃত হয়েছিল আজকের ইংল্যান্ড হতে জার্মানি পর্যন্ত। প্রাকৃতিক পরিবর্তনের কারণে এগুলো তলিয়ে যায়। এগুলো ওক, বিচ, পাইনের জঙ্গল। শখের ডুবুরিদের সংস্থা ‘সি সার্চ’ সমুদ্রের তলদেশের পরিবেশ নিয়ে গবেষণা করছেন।
এই ‘সি সার্চ’ সংস্থারই দু’সদস্য ডন ওয়াটসন এবং রব স্প্রে খুঁজে পেলেন তলিয়ে যাওয়া এই প্রাগৈতিহাসিক অরণ্যের। উপকূলরেখা হতে মাত্র ৩শ’ মিটার দূরে মিনিট পনেরো সাঁতরে ডুব দিয়েছিলেন ওয়াটসন। আর সেখানে দেখতে পান এই অরণ্য।
ওয়াটসন জানান, পানির নিচে হঠাৎ করে বিরাট আকারের কালো ঢেউয়ের মতো কিছু একটা তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে তিনি ভেবেছিলেন নিশ্চয়ই কোনো জাহাজের ধ্বংসাবশেষ হবে। কিছুক্ষণের মধ্যেই তার সে ভুল ভাঙে। একটু এগিয়ে দেখেন তার সামনে অসংখ্য গাছের গুঁড়ি। হিমবাহের সামনে পড়ে বিরাট এই এলাকাজুড়ে অরণ্যভূমি একেবারে সাফ হয়ে গিয়েছিল অতীতে। পরে কোনো এক সময় ওই এলাকায় ঢুকে পড়ে সমুদ্রের পানি। হিমবাহের চাপে গাছের সারি একেবারে তলিয়ে যায় সমুদ্রগর্ভে।
সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে যে, পুরাতাত্ত্বিকরা অতীতে এই অঞ্চলের সমুদ্র হতে ম্যামথ এবং ডাইনোসরের বিপুলসংখ্যক দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এখন ডুবুরিদের এই অরণ্য আবিষ্কারের ফলে পুরো বিষয়টির মধ্যে একটা সামঞ্জস্য পাওয়া গেলো বলে মনে করা হচ্ছে।