The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রেকিং নিউজ: মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে ডিবি পুলিশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে ডিবি পুলিশ। আজ রাত ৮টার পর তাকে এনটিভির কার্যালয় থেকে ডিবি অফিসে নিয়ে যায়।

Mosaddak Ali arrested

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে পুলিশ। খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে হতে আজ রবিবার রাত আটটার দিকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সন্ধ্যা ৭টার পর মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সাক্ষাৎ শেষে কার্যালয় হতে বের হলে প্রধান ফটকের সামনেই তাকে ডিবি পুলিশ আটক করে।

উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ফালুকে আটকের বিষয়টি স্বীকার করেছেন। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...