The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রেকিং নিউজ: ঈশ্বরদী স্টেশনে মৈত্রী এক্সপ্রেসে পেট্রোলবোমা হামলা

ঈশ্বরদী প্রতিনিধি ॥ আজ ঢাকা থেকে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে। ঈশ্বরদী স্টেশনে হামলার এই ঘটনা ঘটে।

Ishurdi-009

আজ ঢাকা থেকে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে। ঈশ্বরদী স্টেশনে হামলার এই ঘটনা ঘটে। আজ রবিবার বেলা ৩টার দিকে ঈশ্বরদী রেল স্টেশনে এই হামলা চালানো হয়। তবে এতে কেও হতাহত হয়নি।

ঈশ্বরদী স্টেশন সূত্রে জানা যায়, আজ বেলা ৩টার দিকে ঈশ্বরদী স্টেশন হতে বের হওয়ার সময় ট্রেনটির ইঞ্জিনে কে বা কারা পেট্রোললবোমা ছুড়ে মারে। এতে ইঞ্জিনের বাইরের অংশে আগুন ধরে যায়। ট্রেনটিকে তখন স্টেশনে ফিরিয়ে এনে আগুন নেভানো হয়।

এ ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। ভয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি পরিবর্তন করে ঈশ্বরদী ছেড়ে গেছে ট্রেনটি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...