দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে শাকিব-বিন্দু জুটির প্রথম ছবি ‘এই তো প্রেম’। ১ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ নির্ধারণ হবে।
দীর্ঘ চার বছর আগে যে ছবিটির কাজ শুরু হয়েছিল সেই ‘এই তো প্রেম’ ছবিটি ১ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। জনপ্রিয় চিত্র নায়ক শাকিব খান এবং জনপ্রিয় টিভি অভিনেত্রী বিন্দু জুটির আলোচিত এই ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে। সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা হতে।
ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা সোহেল আরমান। তিনি বলেছেন, ‘যদিও এখন দেশের রাজনৈতিক অবস্থা ভালো নয়। তবে এটা যেহেতু মুক্তিযুদ্ধভিত্তিক ছবি আর সামনে আমাদের স্বাধীনতা দিবস। তাই সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি শুরু করা হবে। দেরিতে হলেও ছবিটিকে মুক্তির দোরগোড়ায় নিয়ে আসতে পেরেছি, এজন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ।’
‘এই তো প্রেম’ ছবিটির প্রযোজক শাহিন কবির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ৩৫ মিলিমিটার প্রযুক্তিতে নির্মিত এই ছবিটি ডিজিটাল প্রযুক্তিতে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০০৯ সালে গাওয়া হাবিব ও ন্যান্সির জনপ্রিয় গান ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি রয়েছে। গানটির কারণে ছবিটিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।