দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ বুধবার তাইওয়ানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে। ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অভ্যন্তরীণ রুটের তাইওয়ানের ট্রান্সএশিয়ার একটি যাত্রীবাহী বিমান বুধবার রাজধানী তাইপের একটি নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বিমানের অন্য আরোহীদের উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবর বলা হয়, এটিআর-৭২ ফ্লাইটটি তাইপের সংহান বিমানবন্দর হতে তাইওয়ানের উপকণ্ঠে কিনম্যান বিমানবন্দরে যাওয়ার জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি একটি নদীতে বিধ্বস্ত হয়। এখনও বিমানটিতে আটকা পড়ে রয়েছেন অনেক যাত্রী।
তাইওয়ানের কেন্দ্রীয় বার্তা সংস্থা সিএনএ-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাইপের কিলাঙ নদীতে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ভাসছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএ জানায় যে, উঁচু একটি ব্রিজের সঙ্গে আঘাত লাগার পর বিমানটি বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে। তবে নদীতে পড়ার কারণে আহত যাত্রীদের উদ্ধার করা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, তাইওয়ানে টুরিস্ট বোর্ড জানিয়েছে, বিমানটিতে ৩১ জন চীনা টুরিস্টসহ মোট ৫৮ জন আরোহী ছিলেন।
বিধ্বস্ত হওয়ার সময় সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখুন