The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তাইওয়ানে হেলিকপ্টার দুর্ঘটনায় সামরিক প্রধানসহ নিহত ৮

এই ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তাইওয়ানের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির সামরিক চিফ অব স্টাফ শেন ই-মিংসহ ৮ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক খবর দিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এই ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর সিএনএন’র

তাইওয়ানে হেলিকপ্টার দুর্ঘটনায় সামরিক প্রধানসহ নিহত ৮ 1

তাইওয়ানের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির সামরিক চিফ অব স্টাফ শেন ই-মিংসহ ৮ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক খবর দিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এই ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর সিএনএন’র

বৃহস্পতিবার বিকেলে তাইওয়ানের বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল শিয়ুং হু-চি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শেনসহ আরও ৭ জনের সঙ্গে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শেনকে উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ শেন ই-মিংসহ ১৩ জনকে বহনকারী ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি তাইপেই নগরীর নিকটে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয় যে, নতুন চন্দ্র বছরের প্রাক্কালে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান অঞ্চলের সৈন্যদের নিয়মিত পরিদর্শনের জন্য উড্ডয়নের পর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে এখন পর্যন্ত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানানোপ হয়নি।

তাইওয়ানের প্রেসিডেন্ট সোসাই ইনগ-ওয়েন দুর্ঘটনায় শোক প্রকাশ করে আগামী ৩ দিনের জন্য নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন বলে জানা যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...