দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাইজেরিয়ায় বোকো হারামের শতাধিক সদস্যকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার সীমান্তবর্তী বোসো শহরে পরিচালিত এক জঙ্গি বিরোধী অভিযানে তারা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।
নাইজেরিয়ার সেনাবাহিনী দাবি করেছে যে, সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের ১০৯ সদস্যকে হত্যা করা হয়েছে। শুক্রবার সীমান্তবর্তী বোসো শহরে পরিচালিত এক জঙ্গি বিরোধী অভিযানে তারা নিহত হয়েছেন- এমন দাবি করা হয়েছে। দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত এক খবরে তা জানানো হয়েছে।
সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে যে, বোকো হারামের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার সময় নাইজেরিয়ার ৪ জন সেনাও নিহত হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে স্বায়ত্বশাসনের জন্য লড়াই করে যাচ্ছে। সম্প্রতি বোকো হারাম প্রতিবেশী দেশগুলোতেও হামলা চালানো শুরু করেছে।