দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলচ্চিত্রে অভিনয় করতে চান লাক্সতারকা ও টিভি অভিনেত্রী বাঁধন। ছোট পর্দা থেকে হঠাৎ করেই বড় পর্দায় অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
লাক্সতারকা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমকে এমন মনোভাব প্রকাশ করেছেন।
বাঁধন জানিয়েছেন, ‘নিঝুম অরণ্য’ ছবিতে অভিনয়ের পর আর কোন ছবিতে কাজ করা সম্ভব হয়নি। মূলত পরিবারকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। এখন আবার বড় পর্দায় অভিনয়ের কথা ভাবছি। বর্তমান সময়ের এই অভিনেত্রী আরও জানান, চরিত্র পছন্দ হলে বাণিজ্যিক ছবিতেও অভিনয় করতে কোন আপত্তি নেই।
উল্লেখ্য, বাঁধন অভিনীত এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’। এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন আরিফ খান। এছাড়াও বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে বাঁধন অভিনীত বেশ কটি ধারাবাহিক নাটকও প্রচার হচ্ছে। এশিয়ান টিভির ‘জীবনের গল্প’, ‘দাহ’, ‘ঘোমটা’ ইত্যাদি।