দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেট আজ শুক্রবারের ম্যাচ ছিল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের খেলা। ইংল্যান্ডকে ১২৩ রানে গুড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম এবারের বিশ্বকাপে রেকর্ড গড়েছেন।
বিশ্বকাপের নবম ম্যাচে আজ মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে ১২৩ রানে গুড়িয়ে দেয় নিউজিল্যান্ডের বোলাররা। ১২৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে তুলোধুনো করেন। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম রেকর্ড গড়েন। এ যাত্রায় তিনি মাত্র ১৮ বলে করেছেন হাফ সেঞ্চুরি। এটি বিশ্বকাপে তার গড়া দ্রুততম হাফ সেঞ্চুরি।
পূর্বে তিনি ২০০৭ বিশ্বকাপে তিনি কানাডার বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। আজ ১৮ বলে হাফ সেঞ্চুরি করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ব্লাক ক্যাপস অধিনায়ক। ১৮ বলে করা হাফ সেঞ্চুরিটি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। আর ক্রিকেটের সব ধরনের ফরম্যাটের বিচারে তৃতীয় দ্রুততম বলে বিবেচিত।
পুরো ফিকচার পেতে ক্লিক করুন:
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৫: ১৪ ফেব্রুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ২৯ মার্চ [ফিকচার]