দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক মান্না র্যাব নিয়ন্ত্রণে রয়েছেন। র্যাব তাকে গ্রেফতার করেছিল বলে স্বীকার করা হয়েছে। গুলশান থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
গতরাতে আত্মীয়র বাসা থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে উঠয়ে নেওয়া নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক মান্না র্যাব নিয়ন্ত্রণে রয়েছেন। র্যাব তাকে গ্রেফতার করেছিল বলে স্বীকার করা হয়েছে। গুলশান থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
আজ সকালে ডিবির পক্ষ থেকে বলা হয়েছিল তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেনি। পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না। সারাদিন এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলেছে। অবশেষে রাতে কিছুক্ষণ আগে র্যাব বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ফোনালাপ ও কতিপয় ব্যক্তির সঙ্গে মান্নার ফোনালাপ নিয়ে গত দুদিন ধরেই চলছিল নানা আলোচনা। এমন পরিস্থিতিতে গতকাল রাতে তার আত্মীয়র বাসা থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়।