The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সমুদ্র সৈকত বাঁশখালী ও ঝুলন্ত সেতু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫ খৃস্টাব্দ, ৫ চৈত্র ১৪২১ বঙ্গাব্দ, ২৭ জমাদিউল আউয়াল ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

the beach and hanging bridges

যে ছবিটি দেখছেন এটি চট্টগ্রাম শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে রয়েছে আরেকটি সুন্দর সমুদ্র সৈকত বাঁশখালী। ঝাউ গাছে ঘেরা দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে।

এই ঝুলন্ত সেতু পেরিয়ে দেখা যায়, এখানে রয়েছে অনেক বড় টাওয়ার। এখানে পর্যটকদের সমুদ্র এবং বনাঞ্চল দর্শনের জন্য দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মিত হয়েছে। একটি পূর্ব পাহাড়ে, অপরটি পশ্চিম পাহাড়ে। পাহাড়ের চূড়ায় উঠে যে কেও দেখতে পাবেন কুতুবদিয়া চ্যানেল, বঙ্গোপসাগর। এখানে রয়েছে বিকালে সূর্যাস্ত দেখার দুর্লভ মুহূর্ত। এখানে আরও রয়েছে ব্রিটিশ যুদ্ধের গণ্ডামারার সাগরবক্ষে বিধ্বস্ত যুদ্ধবিমান, ঈনশার ষাটগম্বুজ, সাধনপুরে কামানের মহড়ার দৃশ্য, বানীগ্রামের শিবমন্দিরসহ বিভিন্ন পুরার্কীতি।

তথ্যসূত্র: cholontika.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...