দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫ খৃস্টাব্দ, ১০ চৈত্র ১৪২১ বঙ্গাব্দ, ২ জমাদিউস্ সানি ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজকেও গতকালের মতো জেলেদের মাছ ধরার দৃশ্য। এটিই আমাদের বাংলাদেশ। এই দেশকে নিয়ে তাই আমরা গর্ব করি। ছবিটি সিলেটের জাফলং এলাকার।
আমাদের দেশে এমন অনেক সৌন্দর্য্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য রয়েছে। যেগুলো আমাদের গর্ব করার মতো। বারো আউলিয়ার দেশ হিসেবে খ্যাত এই সিলেটে বহু সুন্দর সুন্দর স্থান রয়েছে। যেগুলো দেখলে মন ভরে যায়। জাফলং একটি সীমান্ত এলাকা। সঙ্গে ভারতীয় সীমান্ত। জাফলং এর পাথর দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। তেল, গ্যাস, পাথর আরও কত কিছু রয়েছে এই সিলেটে। এখানে রয়েছে হযরত শাহ জালাল (রহ:) ও শাহ পরান (রহ:) মাঝার সহ অসংখ্য অলি আল্লাহর মাঝার শরীফ। আর সে কারণে পুন্যভূমি বলা হয়ে থাকে। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।