দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে এসে চোরাবালিতে আটকা পড়ে ২ পর্যটকের মৃত্যু হওয়ায় আগত পর্যটক মহলে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে লালাখালের জিরো পয়েন্টে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ওই দুই পর্যটক হলেন- ঢাকার হুমায়ুন রেজার ছেলে হাসান মো. সাঈদ (২৫) এবং চাপাইনবাবগঞ্জের মো. ইব্রাহিম হোসেনের ছেলে ইসহাক ইব্রাহিম (২৫)। এরা দু’জনই কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে এরা সিলেট বেড়াতে এসেছিলো। ওই দিন (মঙ্গলবার) বিকেলে লালাখালে পানিতে নেমে গোসল করার সময় সাঈদ ও ইব্রাহিম পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে এমন একটি ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন আগত পর্যটকদের জন্য সতর্কতামূলক উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ মাঝে-মধ্যেই ঘটে থাকে এমন দুঘটনা।