দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বাংলাদেশের কোল ঘেঁষে প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের একেবারে কিনারে বাংলাদেশ পানে নেমেছে এক অপরূপ ঝরনাধারা। সুউচ্চ পাহাড় হতে ক্রমান্বয়ে নেমে আসছে জলরাশি।
ভারতের মেঘালয় পাহাড় হতে নেমে আসা এই ঝরনাধারাটি স্থানীয়ভাবে মায়ামতি এবং ফাটাছড়া ঝরনা হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে পর্যটকদের কাছে জলপ্রপাতটির পরিচিতি প্রকৃতপক্ষে ‘পাংথুমাই ঝরনা’ নামে। এক মহা নৈসর্গিক দৃশ্য। যা দেখলে অভিভূত হবেন আপনিও!
www.bdinfozone.com -এর সৌজন্যে।