দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘অন দিস ডে’ নামে ফেসবুকে নতুন ফিচার আনা হয়েছে। অতীতের স্মরণীয় দিন-ক্ষণ বা সেদিনের স্মৃতি অনেকেই ভুলে যান। তা আপনাকে মনে করিয়ে দিতেই এই ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে ফেসবুক।
‘অন দিস ডে’ নামে ফেসবুকে নতুন ফিচার আনা হয়েছে। অতীতের স্মরণীয় দিন-ক্ষণ বা সেদিনের স্মৃতি অনেকেই ভুলে যান। তা আপনাকে মনে করিয়ে দিতেই এই ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে ফেসবুক। স্মৃতি রোমন্থন করার জন্য ‘অন দিস ডে’ নামে বিশেষ ফিচারটি উন্মুক্ত করছে ফেসবুক। দীর্ঘদিন পরীক্ষা চালানোর পর ব্যবহারকারীদের পাঠানো প্রতিক্রিয়া নিয়ে এই ফিচারটি তৈরি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে এই ফিচারটি আপাতত আইফোন ও এন্ড্রয়েড উইজাররা ব্যবহার করতে পারবেন।
ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘আজ আমরা ‘অন দিস ডে’ নামের ফিচার উন্মুক্ত করছি যাতে ফেসবুকে বিগত সময়ে পোস্ট করা, শেয়ার করা বা ট্যাগ করা বিষয়গুলো আবার নতুন করে দেখা যাবে। কেবলমাত্র ব্যবহারকারী এই পেজটি দেখতে পারবেন।’ জানানো হয়েছে, নির্দিষ্ট দিনের স্ট্যাটাস আপডেট, ছবি, পোস্ট অথবা শেয়ার করা বিষয়গুলো দেখা যাবে।