দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৫০ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নানা খবর আসছে। কি কারণে পাইলট এমন কাজ করলেন সেটি সঠিকভাবে জানা না গেলেও বেরিয়ে আসছে নানা তথ্য। খবর এসেছে বড় কিছু ঘটানোর পরিকল্পনা ছিল কো-পাইলটের?
আল্পসের পাহাড়ে বিমান বিধ্বস্ত করার অনেক আগে থেকেই জার্মান কো-পাইলট আন্ড্রিয়াস লুবিটয এরকম বড় কিছু ঘটনার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছেন তারই সাবেক এক বান্ধবী। জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ আন্ড্রিয়াস লুবিটয-এর এই সাবেক বান্ধবীর এক সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। ‘মারিয়া ডাব্লিউ’ নামে পরিচয় দেওয়া ২৬ বছর বয়সী এই সাবেক বান্ধবী নিজেও একটি এয়ারলাইন্সের এয়ার হোস্টেস বলে জানানো হয়েছে।
মারিয়া ডাব্লিউ তার সাক্ষাৎকারে জানিয়েছেন, লুবিটযের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল গত বছর। সেসময় লুবিটয তার কাছে বড়াই করে বলেছিলেন, ‘একদিন আমি এমন কিছু ঘটাবো যা সবকিছু বদলে দেবে, তখন সবাই আমার নাম জানবে।’
মারিয়া ডাব্লিউ আরও বলেছেন, ‘লুবিটয একথা বলে কি বোঝাতে চেয়েছিল সেটা তখন তার মাথায় না আসলেও বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর লুবিটযের ওই কথাটিই মনে পড়ছিল।’
মারিয়ার সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক জানিয়েছেন, ‘লুবিটযের চরিত্রের দুটি দিক ছিল। প্রকাশ্যে লুবিটয ছিলেন স্মার্ট ও বন্ধুত্বপূর্ণ। কিন্তু ঘরের ভেতর তার চেহারা ছিল অন্যরকম। ঘরে তিনি ছিলেন বিষন্ন ও আগ্রাসী।
সাংবাদিকদের মারিয়া আরও জানিয়েছেন, ‘লুবিটযের সঙ্গে তার সম্পর্ক যে টেকেনি, এটিই তার মূল কারণ।’
উল্লেখ্য, জার্মান উইঙ্গসের ১৫০ জন আরোহী নিয়ে বিমানটি গত মঙ্গলবার আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। পরে উদ্ধারকৃত ফ্লাইট রেকর্ডারের অডিও বিশ্লেষণ করে তদন্তকারীরা প্রায় নিশ্চিত যে কো-পাইলট আন্ড্রিয়াস লুবিটয ইচ্ছে করেই বিমানটি বিধ্বস্ত করেছেন।
This post was last modified on মার্চ ২৯, ২০১৫ 10:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…