The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পরীমনির দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’ মুক্তি পেয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীমনির দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। পরীমনি ব্যাপক আলোচিত নায়িকা হওয়ায় ছবিটি মুক্তি নিয়ে সিনে জগতে রব পড়ে গেছে।

Pagla Deewana

পরীমনির দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। পরীমনি ব্যাপক আলোচিত নায়িকা হওয়ায় ছবিটি মুক্তি নিয়ে সিনে জগতে রব পড়ে গেছে।

Pagla Deewana-2

পুতুল কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘পাগলা দিওয়ানা’ ছবিতে অভিনয় করেছেন শাহ রিয়াজ, পরীমনি, অমৃতা খান, সবুজ খান, রুবেল, মিশা সওদাগর, আলীরাজ, সিবা শানু প্রমুখ।

Pagla Deewana-3

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানিয়েছেন, ছবিটি একটি মৌলিক গল্পের। যেখানে প্রেম ভালোবাসা, আবেগ এবং অ্যাকশনের চিত্র উঠে এসেছে।

‘পাগলা দিওয়ানা’ ছবিটির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার। সুর ও সংগীত পরিচালনা করেছেন- আহমেদ হুমায়ূন। ‘পাগলা দিওয়ানা’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন- আহমেদ হুমায়ূন, তৌসিফ, কনা, খেয়া, মিমি ও রূপম।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...