দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ৫ এপ্রিল ২০১৫ খৃস্টাব্দ, ২২ চৈত্র ১৪২১ বঙ্গাব্দ, ১৪ জমাদিউস্ সানি ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজকের ছবিটি গ্রামের মেঠোপথের ছবি। বড়ই চমৎকার এই দৃশ্যটি। এটি দেখলে ছোটবেলার সেই গ্রামের কথাগুলো মনে পড়ে যায়। মনে হয় যদি সত্যিই সেই দিনগুলো আবার ফিরে পেতাম!
সে সময় কোনো ভেজাল ছিলনা। কোনো হিংসা হানাহানি ছিলনা বললেই চলে। রাজনীতিতে বারো রকমের মত ছিল না। মানুষের আয় কম ছিল, কিন্তু তারপরও মানুষ অনেক শান্তিতে বসবাস করতো। কিন্তু এখন আধুনিক কতো সুযোগ-সুবিধা, কতো আরাম-আয়েশ কিন্তু শান্তি নেই মানুষের মনে। রাজনৈতিক হানাহানি, হিংসা-বিদ্বেষ মানুষকে আজ পর্যদস্তু করে তুলেছে। তাই সেই দিনগুলোতেই মনে হয় ফিরে যায়। যেখানে কোনো হিংসা-হানাহানি নেই, কোনো বিদ্বেষ নেই। সকলের প্রতি সকলের রয়েছে সহমর্মিতা। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শুভ হোক সকলের জীবন।