দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি একটু ব্যতিক্রম ঘটনা বটে। কারণ হলো একজনকে বাঁচাতে গিয়ে একে একে ৭ জনের মৃত্যু ঘটেছে। ঘটনাটি চীনের গুয়াংদং প্রদেশের শান্তুরের।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, চীনের গুয়াংদং প্রদেশের শান্তুরে এক মেয়েকে বাঁচাতে গিয়ে সলিলসমাধি ঘটেছে গোটা পরিবারের ৭ জনের। জানা যায়, জলাধারে হাত ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় ১৭ বছরের এক তরুণী। আর তাকে বাঁচানোর চেষ্টা করে ডুবে মারা গেলেন পরিবারের ৭ জন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, প্রথমে তরুণীটি হাত ধুতে গিয়ে পা ফসকে বিশাল জলাধারে পড়ে যায়। তার চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে ওই মেয়েটির মা। এরপর একে একে ওই মেয়েটির বাবা, চাচা, ফুফু, চাচিসহ পরিবারের অপর দুজনও নেমে পড়েন ওই জলাধারে। গভীর সেই জলাশয় হতে কিশোরীকে উদ্ধারের চেষ্টায় দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তাৎক্ষণিকভাবে তারা ঠিক করেন মানবশৃঙ্খল গড়ে তরুণীকে উদ্ধার করবেন। কিন্তু পরিবারের কারোরই আসলে সাঁতার জানা ছিল না। মানবশৃঙ্খল ভেঙে যেতেই একে একে হুড়মুড়িয়ে জলাশয়ে পড়ে যায় পরিবারের সকলেই। সলিলসমাধি ঘটে গোটা পরিবারের। পরে পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে। এমন ঘটনা জানা জানি হলে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন এক ঘটনায় সবাই হতভম্ব হয়ে পড়েন।