The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিশ্বকাপ ক্রিকেটের সেরা দশে বাংলাদেশের রুবেল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটের সেরা দশে রয়েছে বাংলাদেশের রুবেল। আইসিসির অফিসিয়াল সাইট ইতিমধ্যে বিশ্বকাপের সেরা দশ ব্যাটিং, বোলিং, ক্যাচ ও ম্যাচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

England v Bangladesh - 2015 ICC Cricket World Cup

সময় থেমে থাকে না। বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে বেশ অনেক দিন হলো। তবে বিশ্বকাপের খেলোয়াড়দের নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। চলছে নানা রকম তালিকা তৈরির কাজ। আইসিসির অফিসিয়াল সাইট ইতিমধ্যে বিশ্বকাপের সেরা দশ ব্যাটিং, বোলিং, ক্যাচ ও ম্যাচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এর পূর্বে গ্রায়েম স্মিথের বেছে নেওয়া বিশ্বকাপের সেরা দশ ব্যাটিংয়ের তালিকায় জায়গা পান মাহমুদউল্লাহ। এবার আইসিসির করা বিশ্বকাপের সেরা দশ বোলিংয়ে জায়গাটি দখল করে নিয়েছেন বাংলাদেশের সফল বোলার রুবেল হোসেন।

top ten grades rubles-3

ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সেই দুর্র্ধষ বোলিং বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ যখন ম্যাচ হতে এক রকম ছিটকেই যাচ্ছিল বাংলাদেশ, ঠিক তখন ফিনিক্স পাখির মতো আবির্ভূত হয়েছিলেন রুবেল। অবিশ্বাস্য এক ওভারে দুটো উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন তিনি। দুর্দান্ত রির্ভাস সুইংয়ে উপড়ে ফেলেছিলেন স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনের স্টাম্প। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এর আগেও বেল আর মরগানকে একই ওভারে ফিরিয়ে দিয়েছিলেন রুবেল। ম্যাচে রুবেলের বোলিং ফিগার: ৯.৩-০-৫৩-৪।

top ten grades rubles-2

সেরা দশ বোলিংয়ে জায়গা করে নিয়েছেন যাঁরা:

১. রবিচন্দ্রন অশ্বিন-ভারত (পাকিস্তানের বিপক্ষে, ৮-৩-৪১-১)
২. টিম সাউদি-নিউজিল্যান্ড (ইংল্যান্ডের বিপক্ষে, ৯-০-৩৩-৭)
৩. হামিদ হাসান-আফগানিস্তান (শ্রীলঙ্কার বিপক্ষে, ৯-০-৪৫-৩)
৪. শাপুর জারদান-আফগানিস্তান (স্কটল্যান্ডের বিপক্ষে, ১০-১-৩৮-৪)
৫. ট্রেন্ট বোল্ট-নিউজিল্যান্ড (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১০-৩-২৭-৫)
৬. মিচেল স্টার্ক-অস্ট্রেলিয়া (নিউজিল্যান্ডের বিপক্ষে, ৯-০-২৮-৬)
৭. রুবেল হোসেন-বাংলাদেশ (ইংল্যান্ডের বিপক্ষে, ৯.৩- ০-৫৩-৪)
৮. ইমরান তাহির-দক্ষিণ আফ্রিকা (শ্রীলঙ্কার বিপক্ষে, ৮.২-০-২৬-৪)
৯. ওয়াহাব রিয়াজ-পাকিস্তান (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৯-০-৫৪-২)
১০. বিশ্বকাপ ফাইনালের সেই বোলিংয়ের জন্য জেমস ফকনার-অস্ট্রেলিয়া (৯-১-৩৬-৩)।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali