The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভূমধ্যসাগরে নৌডুবি: বহু প্রাণহানির আশঙ্কা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভূমধ্যসাগরে এক নৌডুবির ঘটনা ঘটেছে। এতে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইতালির লাম্পাদুসা দ্বীপের কাছে লিবিয়া উপকূলে প্রায় ৭শ’ অবৈধ অভিবাসী নিয়ে একটি নৌকাডুবি হয়েছে।

Sea boat capsizes

বিবিসির খবরে বলা হয়, ভূমধ্যসাগরে ইতালির লাম্পাদুসা দ্বীপের নিকটে লিবিয়া উপকূলে ৭শ’ অবৈধ অভিবাসী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে উদ্ধার করা হলেও এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্ট গার্ড সূত্রে বলা হয়েছে।

জানা যায়, ইতালীয় জাহাজ, মাল্টার নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের সমন্বয়ে ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ইতালীয় কোস্ট গার্ডের এক মুখপাত্র জানান, লাম্পাদুসা উপকূল হতে ১৩০ কিলোমিটার দূরে অভিযান চলছে। পরবর্তী কয়েক ঘন্টা অভিবাসীদের উদ্ধারকে প্রাধান্য দিয়ে অভিযান চলবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...