The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার পর্দানশীল নারী ভিনা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভিনা মালিক নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্লেবয় ম্যাগাজিনের কভার পেজের সেই নগ্নছবি। ছবিতে খোলামেলা চরিত্রে সাহসী অভিনেত্রী হিসেবেই ভিনা মালিকের নাম। তবে এবার সেই খোলামেলা ভিনাকে দেখা যাবে ভিন্ন এক রূপে।
veena-malik

যারা ভিনাকে অন্যভাবে দেখে অভ্যস্ত তাদের কাছে বিস্ময়ের উদ্রেক হবে যখন তাকে দেখা যাবে পর্দানশীল চরিত্রে। আপকামিং ছবি ‘এ দিল দ্যা মামলা’তে ভিনাকে দেখা যাবে সেই নতুন রূপে। ছবিতে পাঞ্জাবি কলেজছাত্রীর ভূমিকায় অভিনয় করবেন ভিনা।

জানা যায়, ছবিটি ফান, মাস্তিতে ভরপুর থাকবে। ছবিতে ভিনা ট্রাক্টর চালানো থেকে শুরু করে অনেক রকম মজার ঘটনা ঘটাবেন। আরো থাকবে মজার সব দৃশ্য।
এ বিষয়ে সাংবাদিকদের ভিনা বলেন, “আমার জন্ম পাঞ্জাবে। তাই ছবির চরিত্রে কাজ করতে অনেক সুবিধে হয়েছে। সেখানকার সব সংস্কৃতির সঙ্গে আমি পরিচিত।” ছবির টিমের পক্ষ থেকেও জানানো হয়, ভিনা খুব সহজেই ভাষা ধরতে পেরেছেন।

তাহলে এবার দর্শকরা আশায় পথ গুনবেন কখন ভিনাকে পর্দানশীন এক মানানসই নারী হিসেবে দেখা যাবে। (তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪ ডটকম)

Loading...