দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্য সরকারের সেঞ্চুরির মধ্যদিয়ে বাংলাদেশ পাকিস্তানকে বাংলাওয়াশ করলো। আজ বাংলাদেশ বনাম পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচেও জয়ী হলো বাংলাদেশের টাইগাররা। মাত্র ২টি ইউকেট হারিয়ে ৩৯.৩ ওভারে ২৫১ রান করে।
সম্য সরকারের সেঞ্চুরির মধ্যদিয়ে বাংলাদেশ পাকিস্তানকে বাংলাওয়াশ করলো। আজ বাংলাদেশ বনাম পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচেও জয়ী হয় বাংলাদেশের টাইগাররা। মাত্র ২টি ইউকেট হারিয়ে ৩৯.৩ ওভারে ২৫১ রান করে। এক অসাধারণ ইনিংস উপহার দিলো বাংলাদেশ ক্রিকেট টীম।
বাংলাদেশ ক্রিকেট দলকে দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে অভিনন্দন।
উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান এই সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে (৩৮.১ ওভার খেলে) অনায়াসে জয় তুলে নিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এক অসাধারণ টিম স্পিরিটের সঙ্গে নিজেদের মাঠে এই সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ওপেনার তামিম ইকবাল। তিনি দুটি ম্যাচেই টানা সেঞ্চুরি করে গড়েছেন ইতিহাস। তবে আজ সেঞ্চুরি করেন সম্য সরকার।