দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস ও বর্তমান সময়ের অভিনেত্রী, লাক্স সুপার স্টার খ্যাত বিদ্যা সিনহা মিম হলেন এবার বিজ্ঞাপনের জুটি।
বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে যার ব্যাপক সমাগম সেই চিত্র নায়ক ফেরদৌস এবার লাক্স সুপার স্টার খ্যাত বিদ্যা সিনহা মিম এর সঙ্গে বিজ্ঞাপনে জুটি বাঁধতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।
জানা গেছে, আবাসন নির্মান কোম্পানি ষ্টেট জেমস ডেভেলপমেন্ট-এর একটি বিজ্ঞাপনে চলতি মাসেই অংশ নিতে যাচ্ছেন এর জুটি। এই বিজ্ঞাপনটি পরিচালনা করবেন রিপন নাগ। নির্মাতা সূত্রে বলা হয়েছে, চলতি মাসের ২৯/৩০ তারিখে কক্সবাজার অথবা সিলেটে এই বিজ্ঞাপনের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, একদিকে এপার বাংলা ও ওপার বাংলায় জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। অপরদিকে বর্তমান সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে এক জনপ্রিয় নায়িকার কাতারে রয়েছেন লাক্স সুপার স্টার খ্যাত বিদ্যা সিনহা মিম। তাদের নিয়ে বিজ্ঞাপন করলে ব্যাপক সাড়া পড়বে বলেই মনে করছেন নির্মাতারা।