The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাংলাদেশের মিউজিক ভিডিওর সকল রেকর্ড ভঙ্গ হ্যাপির ভিডিও! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের মিউজিক ভিডিওর সকল রেকর্ড ভেঙ্গেছে মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির ভিডিও। মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটি ১ লাখেরও বেশী মানুষ দেখেছে।

Happy music video

বাংলাদেশের মিউজিক ভিডিওর সকল রেকর্ড ভেঙ্গেছে মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির ভিডিও। মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটি ১ লাখেরও বেশী মানুষ দেখেছে। ব্যাপক আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি একটি মিউজিক ভিডিওর মডেল হন। ২৩ এপ্রিল ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। তারপর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি ১ লাখেরও বেশী মানুষ দেখেছে। যেটি বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওর দ্রুত সময়ে সবচেয়ে বেশী মানুষ দেখার রেকর্ড সৃষ্টি করেছে।

এই সাফল্যে দারুণ খুশি হয়েছেন হ্যাপী নিজেও। আবেগে আপ্লুত হ্যাপি সংবাদ মাধ্যমে তার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘মিউজিক ভিডিওটি এতো মানুষের মধ্যে আগ্রহ তৈরি করবে কখনও ভাবিনি। তবে পরিশ্রম সার্থক হয়েছে। সবার ভালোবাসায় আগামী দিনগুলোতে আরও ভাল কাজ করতে উৎসাহ পাবো।’

উল্লেখ্য, এই মিউজিক ভিডিওর সাফল্য উদযাপন করা হয় গতকাল রবিবার সন্ধ্যায়। এক গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেই ভিডিওটি আবার দেখুন

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...