দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যাপক আলোচিত বিজ্ঞানী স্টিফেন হকিং এবার সতর্ক করে শোনালেন যে, পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে- এখন শুধু সময়ের অপেক্ষা!
আলোচিত বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং হঠাৎ করেই উদয় হন নানা বাণী নিয়ে। এবার তিনি যে বাণী নিয়ে এসেছেন সেটি হলো পৃথিবী ধ্বংসের ইঙ্গিত। তিনি এমন আশংকা করে বলেছেন, মানব সভ্যতার ইতি এখন শুধু সময়ের অপেক্ষা! তার বক্তব্য হলো, অবিলম্বে মহাকাশে থাকার জায়গা খুঁজে না পেলে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে।
বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করছেন, পৃথিবী খুব শিগগিরই ধ্বংসের দিকে এগোচ্ছে। তবে এবার একেবারে সময়সীমা বেঁধে দিয়ে স্টিফেন হকিংয়ের দাবি করেছেন, ‘মানব সভ্যতা আর ১ হাজার বছরও টিকবে কিনা সন্দেহ রয়েছে।’
তিনি মনে করেন, মহাকাশে দ্রুত বাসস্থানের খোঁজ না পেলে চিরতরে ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ নেই পৃথিবীর। সিডনি অপেরা হাউসে একটি বিজ্ঞানসভার ফাঁকে স্টিফেন হকিং আরও বলেন, ‘পৃথিবীর মেয়াদ ফুরনোর পথে। তাই ভবিষ্যতে মানবসভ্যতা বাঁচাতে হলে মহাকাশ ছাড়া কোনো গতি নেই।’