দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেপালের ভূমিকম্পের সময় তোলা একটি ভিডিও বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। ওই ভিডিওটি এখন ইউটিউবে ব্যাপক আলোচিত।
![নেপালের ভূমিকম্পের সময় তোলা একটি ভিডিও দেখুন [ভিডিও] 1 earthquake in Nepal](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/05/earthquake-in-Nepal-600x373.jpg)
নেপালের ভূমিকম্পের সময়ের নতুন একটি ভিডিও এখন ব্যাপক আলোচিত বিষয়। কারণ ভিডিওটিতে দেখা যায় ভূমিকম্পের সময় রাস্তায় কিভাবে বিল্ডিং ধ্বসে পড়ে মানুষের মাথার ওপর। িএই ভিডিওটি অনলাইন মাধ্যমগুলোতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।
ভূমিকম্পের সময় একটি ট্রাফিক সিগনালের সিসিটিভি ধারণকৃত ফুটেজটিতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের ফলে ওই সড়কে একটি ভবন ধসে পড়ছে মানুষের মাথার ওপর। এতে ভয়ে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। এক বিভৎস্য দৃশ্যের অবতারণা হয় এ সময়।
দেখুন সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=wYBHdAAJqdM