দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার এবার আনলো নতুন এক ফিচার। ‘হাইলাইট’ নামে নতুন ফিচারটির কারণে প্রয়োজনীয় টুইটটি খুঁজে পাওয়া অনেক সহজ হবে।
জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার ‘হাইলাইট’ নামে নতুন ফিচার চালু করলো। ব্যবহারকারীদের সুবিধার্থে নয়া ফিচারটি নিয়ে আসলো টুইটার। এই ফিচারের মাধ্যমে অসংখ্য টুইটার ব্যবহারকারীর মধ্যে হতে প্রয়োজনীয় টুইটটি খুঁজে পাওয়া অনেক সহজ হবে এমনটি বলা হয়েছে।
জানা গেছে, টুইটারের এই নয়া ফিচারের মাধ্যমে দিনে অন্তত দুবার উল্লেখযোগ্য কয়েকটি টুইট ব্যবহারকারীর সামনে তুলে ধরবে। জানানো হয়েছে, নতুন এই ফিচার ব্যবহারকারীর টুইট খোঁজার সময়কে বাঁচাতে বিশেষ সাহায্য করবে। তবে টুইটারের তরফে জানানো হয়েছে মূলত সারাদিনের জনপ্রিয় টুইটগুলোকে সামনে আনা হবে। তাদের নতুন এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হবে- এমনটিই আশা করছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার কর্তৃপক্ষ।