দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১৫ মে ২০১৫ খৃস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ ১৪২২ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন এটি ইস্তানবুলের ঐতিহাসিক শেহজাদে মসজিদ। অটোমান সুলতান তার প্রিয় পুত্র শেহজাদে মেহমুদ-এর স্মরণে শেহজাদে মসজিদ নির্মাণ করেন।
জানা যায়, মাত্র ২২ বছর বয়সে শেহজাদে মেহমুদ হাঙ্গেরীর একটি জয়যুক্ত সামরিক প্রচারণা শেষে ইস্তানবুল ফিরে আসার সময় নিহত হয়। পুত্রের মৃত্যুর শোকে অটোমান সুলতান ১৫৪৩ সালে এই মসজিদটি নির্মাণ করেন। শেহজাদে মসজিদটির ডিজাইনার ছিলেন মুসলিম বিশ্বের বিখ্যাত স্থপতি মিমার সিনান। এই মসজিদটি ইতিহাসের এক স্বাক্ষী হিসেবে অবস্থান করছে।
তথ্যসূত্র: pchelplinebd.com এর সৌজন্যে।