দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েকদিন ধরে জাজ মিডিয়া থেকে চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির বিদায় নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে মাহি বলেছেন, ‘কেও হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে।’
জাজ মিডিয়া থেকে মাহিয়া মাহির বিদায় নিয়ে গত ক’দিন ধরেই সংবাদ মাধ্যমে খবর আসছে। এই বিষয়টি নিয়ে মাহিয়া মাহি বলেছেন, ‘হয়তো কেও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তাদেরকে বলতে চাই পার্সোনাল লাইফ ঘাটাঘাটি না করে আরও বেশি প্রফেশনাল হওয়া উচিত।’ গত শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মাহিকে বিতাড়িত করেছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এই জাজ মাল্টিমিডিয়াতেই অভিনেত্রী মাহিয়া মাহির অভিষেক ঘটে।
জাজের সিইও আলিমুল্লাহ খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এখন থেকে মাহির কর্মকাণ্ডের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জাজের।’ শনিবার দুপুরে এ সিদ্ধান্ত নেয় জাজ কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ‘মাহির উচ্ছৃঙ্খল জীবন-যাপন, ভিডিও স্ক্যান্ডাল প্রকাশ ও একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের জের ধরে চলচ্চিত্রমহলে বিব্রতকর অবস্থার পাশাপাশি জাজ মাল্টিমিডিয়াও এক প্রকার অস্বস্তিতে পড়ে। এমনকি দুদিন আগে প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপনে ভারতে অবকাশ যাপনের ঘটনা নিয়ে চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিতে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। যে কারণে জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব সুনাম অক্ষুন্ন রাখতেই তাদের ভাবমূর্তি ধরে রাখতেই মাহিকে নিয়ে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।’