দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাজ্যে গরু নিয়ে এক মহাকাণ্ড ঘটে গেছে। এক গরুর পিছে হেলিকপ্টার পুলিশের গাড়ি রীতিমতো এক হুলুস্থুল কাণ্ড। অবশেষে গুলি করে হত্যা করা হলো সেই গরু।
বিশ্বের সংবাদ মাধ্যমের খবর হয়ে উঠেছে এক গরু কাহিনী। শহরের মানুষ হতভম্ব! কী ঘটনা ঘটলো? মাথার ওপর চক্কর দিচ্ছে হেলিকপ্টার, চারপাশ ঘিরে রেখেছে পুলিশের অন্তত ২০টি গাড়ি, বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রয়েছেন ৬ জন স্নাইপার। এক টানটান উত্তেজনা। হয় আত্মসমর্পন, নইলে সরাসরি গুলি। শেষ পর্যন্ত পুলিশের পিস্তল হতে ছুটে গেলে এক রাউন্ড গুলি। মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ভিলেনের। তবে এই ভয়ঙ্কর ভিলেন কোনো মানুষ নয়; এক নিরীহ গরুর বাছুর! এই ঘটনাটি ঘটেছে সম্প্রতি যুক্তরাজ্যে নর্দামব্রিয়াতে।
গত রবিবার বিকেলে কুকুরের তাড়া খেয়ে ‘বেসি’ নামের ওই বছুরসহ ৩টি গরু নর্থ টাইনিসাইডের রাইজিং সান কাউন্ট্রি পার্ক হতে বেরিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে দুটি গরুকে পুলিশ উদ্ধার করে। কিন্তু ছুটতে ছুটতে ‘বেসি’ রাস্তার মাঝখানে অবস্থান নেয়। এসময় গরুর বাছুরটিকে সেখান থেকে সরাতে ছুটে আসে অন্তত ২০ গাড়ি পুলিশ, ৬ জন স্নাইপার এবং অবশেষে একটি হেলিকপ্টার। জননিরাপত্তার জন্য গরুটি হুমকি হতে পারে এমন কথা ভেবে গুলি করে বাছুরটিকে হত্যা করে পুলিশ।
সংবাদ মাধ্যমকে প্রত্যক্ষদর্শী ফটো সাংবাদিক জন মিলার্ড বলেছেন, প্রায় ২০টি পুলিশের গাড়ি, প্রচুর সংখ্যক সশস্ত্র পুলিশ এবং মাথার ওপর একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। আমি তাকিয়ে দেখলাম পুলিশের অবস্থান হতে মাত্র ৪শ’ গজ দূরে একটি গরু দাঁড়িয়ে ঘাস চিবুচ্ছিল। গরুটির ছবি তুলতে যেই ক্যামেরাটি তাক করলাম ঠিক অমনি এটি পড়ে গেলো।’
একটি গরুর বাছুরকে এভাবে গুলি করে মারার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। টমি লুক বার্নস নামে এক কৃষক বলেছেন, ‘গরুটিকে রাস্তার এক পাশে সরিয়ে নিয়ে আসা খুব সহজ কাজ ছিলো। এরপর একটি পশুবাহী গাড়িতে এটি উঠিয়ে দিলেই ল্যাঠা চুকে যেতো। সামান্য একটা গরুকে কিভাবে সামলাতে হয় পুলিশের সেই জ্ঞানটুকুও ছিল না।’
উল্লেখ্য, ‘বেসি’র এই করুণ পরিণতি স্থানীয় বাসিন্দাদের এতোটাই আহত করেছে যে, তারা ‘বেসি’র স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে। ইতিমধ্যে ফেসবুকে ‘বেসি’কে নেওয়া খোলা পেজে ৭ হাজার লাইকও পড়েছে!