দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তা এমন একটি জিনিস যা কখনও টাকা দিয়ে কেনা যায় না। তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। এমন এক জনপ্রিয় ব্যক্তি মৃত্যুর পর মেয়র নির্বাচিত হয়েছেন!
ঘটনাটি অসম্ভব মনে হলেও বাস্তব। অনেক সময় কল্পনার চেয়েও আশ্চর্যজনক অনেক ঘটনা আমাদের সামনে উঠে আসে। এই ঘটনাটিও ঠিক তেমনই। মেক্সিাকের মিচোয়াকান প্রদেশের ইউরোকুয়ারো শহরে মেয়র পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন এনরিকে হারনান্দেজই নামে এক ব্যক্তি। এলাকায় তার ছিল অনেক জনপ্রিয়তা। কিন্তু প্রচারে বেরিয়ে একদিন আচমকা দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান এনরিক।
কিন্তু এনরিকে মারা গেলেও নির্বাচনী ব্যালট পেপার হতে তার নামটি সরানোর হয়নি। নির্বাচনের ফলাফল বের হওয়ার পর দেখা গেলো ৩৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সদ্য নিহত এই প্রার্থী এনরিকে হারনান্দেজই।