The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পরীমনির ‘আরও ভালো বাসবো তোমায়’ ঈদে মুক্তি পাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীমনি অভিনীত এস এ হক অলিক পরিচালিত ‘আরও ভালো বাসবো তোমায়’ ঈদের মুক্তি পাচ্ছে। শাকিব খানের সঙ্গে পরীমনি জুটি বেঁধেছেন এই ছবিটিতে।

Parimani & released on Eid

পরীমনি অভিনীত এস এ হক অলিক পরিচালিত ‘আরও ভালো বাসবো তোমায়’ ঈদের মুক্তি পাচ্ছে। শাকিব খানের সঙ্গে পরীমনি জুটি বেঁধেছেন এই ছবিটিতে।

খুব কম সময়ে এবং ছবি মুক্তির আগেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পরীমনি। তিনি দুই বছরের ক্যারিয়ারে প্রায় তিন ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। মুক্তি পেয়েছে পরীমনির দু’টি চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ এবং ‘পাগলা দিওয়ানা’। একটিতে পরী মনির নায়ক ছিলেন জায়েদ খান এবং অপরটিতে শাহ রিয়াজ। দুটো চলচ্চিত্রই মুক্তি পেয়েছে এবছর।

Parimani & released on Eid-2

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে এস এ হক অলিকের ‘আরও ভালো বাসবো তোমায়’ চলচ্চিত্রটি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঈদের বড় পর্দায় হাজির হবেন পরীমনি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত পরী নিজেও।

Parimani & released on Eid.jpg-3

বড় পর্দায় ঈদে প্রথমবারের মতো আসা নিয়ে পরীমনি বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই অনেক আনন্দের বিষয়। ঈদে দর্শকদের সঙ্গে থাকতে পারলে ভালো লাগবে। আশা করছি, সব দর্শক নতুন এ চলচ্চিত্রটি অনেক বেশি পছন্দ করবেন।’

‘আরও ভালো বাসবো তোমায়’ চলচ্চিত্রটির এডিটিং চলছে। ডাবিং করে শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে- বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...