The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গ্রাম-বাংলার ঐতিহাসিক মাটির গোলা ঘর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ১ জুলাই ২০১৫ খৃস্টাব্দ, ১৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ১৩ রমজান ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

historic village Rice House

যে দৃশ্যটি দেখছেন এটি গ্রাম-বাংলার দৃশ্য। এটিকে বলা হয় গোলা ঘর। ধানের গোলা। কৃষকরা ধান উৎপাদনের পর এমন গোল ছোনের ঘরে ধান জমা করেন।

গ্রামে গেলে এমন গোলা ঘর চোখে পড়ে। সারাবছর কৃষকরা মাঠে পরিশ্রম করে যে ধান উৎপাদন করেন, ধান মাড়াই শেষে এই গোলা ঘরে ধান রেখে দেন। তাই গ্রামে গেলে এখনও এমন অনেক ধানের গোলা ঘর চোখে পড়ে। উপরে ছোন আর ঘরের দেওয়ালটি সেই প্রাকৃতিক মাটি দিয়ে তৈরি। এটি গ্রাম-বাংলার ঐতিহাসিক চিহ্ন। এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ছবি: lokenrc.blogspot.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...