The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হাতির পিঠেও বাঘের অাক্রমণ! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন সময় আমরা বাঘের আক্রমণের খবর দেখেছি। কিন্তু সেগুলোর থেকে এই ঘটনাটি ব্যতিক্রম। কারণ হাতির পিঠে চড়া অবস্থাতেও বাঘের অাক্রমণে আহত হয়েছে এক যুবক!

Elephant riding a tiger attack

বিভিন্ন সময় আমরা বাঘের আক্রমণের খবর দেখেছি। কিন্তু সেগুলোর থেকে এই ঘটনাটি ব্যতিক্রম। কারণ হাতির পিঠে চড়া অবস্থাতেও বাঘের অাক্রমণে আহত হয়েছে এক যুবক!

Elephant riding a tiger attack-3

এক সমীক্ষা অনুযায়ী বলা হয়ে থাকে বাঘ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী হিসেবে পরিচিত। কিন্তু সেই বাঘই আবার বারংবার আক্রমণ করে বসে মানুষকে। ভয়ংকর বাঘ কিভাবে মানুষ অথবা অন্য কোনো প্রাণীকে আক্রমণ করে সেটিও দেখার বিষয়। এমনই একটি ভিডিওর মাধ্যমে দেখা যাবে কিভাবে বাঘ হাতি পিঠে অবস্থান করা এক যুবককে আক্রমণ করে আহত করলো।

Elephant riding a tiger attack-2

ওই ভিডিওতে দেখা যায় যে, একটি হাতির ওপর উপবিষ্ট হওয়া দুজন মানুষের উপর ক্ষিপ্র গতিতে ছুটে এসে আক্রমণ করে একটি বাঘ। সেই বাঘটি হাতির গায়ের উপর লাফ দিয়ে এক যুবককে ক্ষত-বিক্ষত করে।

দেখুন সেই ভিডিওটি

Loading...