দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এতো কালো হতে পারে তা কল্পনাও করা যায় না। পৃথিবীর সবচেয়ে কালো শিশুর সন্ধান মিলেছে! দেখে বিশ্বাস করা কঠিন। আসলেও কি তাই?
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি কালো শিশু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। এই শিশুটিই নাকি বিশ্বের ‘সবথেকে কৃষ্ণাঙ্গ (কালো) শিশু’। তার ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে সমগ্র বিশ্বময়। আর ওই কালো শিশুটির সেই ছবি নিয়ে পোস্ট আর ব্লগের ছড়াছড়ি।
ছবিতেই দেখা যাচ্ছে শিশুটির গায়ের রং ভীষণ কালো। শুধু তাই নয়, জ্বলজ্বলে উজ্জ্বল চোখ দুটিও অস্বাভাবিক রকমের কালো। চোখের সাদা অংশও দেখা যাচ্ছে না বললেই চলে।
কিন্তু এই ছবিটির সত্যতা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই। অনেকেই মনে করেন, এটি জীবন্ত কোনও শিশুর ছবি নয়, নিশ্চয়ই কোনও পুতুলের ছবি তুলে পোস্ট করা হয়েছে। কিংবা ফটোশপে এডিট করে এরকম কালো শিশুর ছবি তৈরি করা হয়েছে বলেও মত প্রকাশ করেছেন কেও কেও।
সব মিলিয়ে এক ধুম্রজাল তৈরি হয়েছে সোস্যাল মিডিয়াগুলোতে। এমন কালো কি কোনো মানুষ কখনও হতে পারে?
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=ipLfVVPlrmA