The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মুসা ইব্রাহিমের সঙ্গে নায়িকা হচ্ছেন অপি করিম!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিমের সঙ্গে নায়িকা হচ্ছেন অপি করিম। আনিসুল হকের চিত্রনাট্যে ‘হঠাৎ প্রিয়তমা’ নামে একটি টিভি নাটকে দেখা যাবে এই জুটিকে।

Opi Karim & Moussa Ibrahim

এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিম নায়কের খাতায় নাম লিখালেন। এবার মুসা ইব্রাহিমকে দেখা যাবে জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিমের নায়ক হিসেবে। প্রখ্যাত নাট্যকার আনিসুল হকের চিত্রনাট্যে ‘হঠাৎ প্রিয়তমা’ নামে একটি টিভি নাটকে দেখা যাবে মুসা ইব্রাহিমকে। এবারের ঈদে প্রচারের জন্য নির্মিতব্য এই নাটকটি পরিচালনা করছেন শামীম শাহেদ।

গাজীপুরের মাওনায় ‘হঠাৎ প্রিয়তমা’র শুটিং শুরু হয়েছে গত বৃহস্পতিবার। শুটিং চলবে টানা চার দিন। এই নাটকটিতে মুসা ইব্রাহিম অভিনয় করছেন আলোকচিত্রীর ভূমিকায়। বনে-জঙ্গলে নানা জাতের পাখি খুঁজে বেড়ানো, পাখির ছবি তোলা, এসবকিছুর বিবরণ লিখে রাখাই তার কাজ। ছবি তুলতে গিয়ে মুসার সঙ্গে দেখা হয় অপি করিমের। নাকটটিতে অপি করিমের চরিত্রের নাম অর্চি, আর মুসা ইব্রাহিমের চরিত্রের নাম রিমন।

‘হঠাৎ প্রিয়তমা’ নাটকটি ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...