দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বে যখন গাঁজাকে নিষিদ্ধ করা হচ্ছে তখন চিলিতে গাঁজা সেবন বৈধ করার উদ্যোগ নেওয়া হয়েছে!
চিলির সংসদে সম্প্রতি গাঁজা সেবন বৈধ করে বিল পাস করা হয়েছে! বিলটিতে বলা হয়েছে, আমোদ-প্রমোদের সময়, চিকিৎসা ক্ষেত্রে ও আধ্যাত্মিক সাধনায় গাঁজা সেবন করা বৈধ। চিলির সংসদে মারিজুয়ানা বা গাঁজা সেবনের বৈধতা নিয়ে সম্প্রতি একটি বিল আনা হয়। চিলি সংসদের নিম্ন কক্ষে এই বিলটি পাসও করা হয়েছে।
বিলটি নিম্নকক্ষে পাস করা হলেও এটি এখন দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ে পাঠানো হবে। চিলির প্রতিটি বাড়িতে সর্বোচ্চ ৬টি গাঁজার গাছ রোপণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
বিলটি স্বাস্থ্যমন্ত্রণালয় হতে অনুমোদিত হবার পর সংসদের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে। সিনেটে বিলটি পাস হলেই চিলিতে মারিজুয়ানা বা গাঁজা সেবন এবং উৎপাদন আইনত বৈধ হয়ে যাবে।
উল্লেখ্য, চিলিতে বর্তমান আইনে মারিজুয়ানা বা গাঁজা সম্পর্কে যে আইন রয়েছে তাতে যে কেও গাঁজা বিক্রি, উৎপাদন এবং পরিবহন করলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।