দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উরুগুয়ের একদল বিজ্ঞানী জেলি মাছ থেকে এক বিশেষ ধরনের প্রোটিন সংগ্রহ করে ভেড়ার শরীরের ভেতরে প্রবেশ করায় যা ভেড়ার জ্বীন পরিবর্তন করে। এবং এই পরিবর্তনের ফলে ভেড়া রাতে আলো ছড়াবে। খবর দ্য টেকজার্নাল।
গবেষকরা দীর্ঘদিন ধরে গবেষণা করে পেয়েছেন যে, একুরিয়াম জেলিফিসের এক বিশেষ ধরনের প্রোটিন ভেড়ার শরীরে ঢুকালে তা ভেড়ার শরীরের জ্বীন পরিবর্তন করে। বিজ্ঞানীদের বিশ্বাস ছিল যে, এই জ্বীন পরিবর্তনের কারণে ওই ভেড়াগুলো থেকে যে নতুন ভেড়ার জন্ম হবে সেগুলো অন্ধকারে আলো ছড়াবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, গত অক্টোবর মাসে ৯টি নতুন ভেড়া জন্ম নিয়েছে এবং এই ভেড়াগুলোর সবগুলোই অন্ধকারে সবুজ আলো ছড়াতে পারে। এই আলোটা ভেড়াগুলোর শরীরের টিস্যুতে খুব সহজেই দেখা যায়।
আলো ছড়ানোর ক্ষেত্রে গোপন রহস্যটা হচ্ছে, শুধুমাত্র ওদের গায়ে অতি বেগুনি রশ্মি ফেললেই কেবল এরা আলো ছড়াবে।
অনেকেই মনে করতে পারেন যে, জ্বীন পরিবর্তনের কারণে এই ভেড়াগুলোর আচার-আচরণ বা চরিত্রগত কোন পরিবর্তন ঘটতে পারে। কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, অন্যসব ভেড়ার মতোই এরা স্বাভাবিক।