The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্যাটম্যান-সুপারম্যান আসছে একসঙ্গে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ব্যাটম্যান-সুপারম্যান আসছে একসঙ্গে। অর্থাৎ সোনায় সোহাগা। শিশুদের পছন্দের দুটি ছবি হলো এই ব্যাটম্যান-সুপারম্যান।

Batman-Superman

এবার ব্যাটম্যান-সুপারম্যান আসছে একসঙ্গে। এমন খবরে খুশি অনেকেই। সম্প্রতি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির ট্রেইলার প্রকাশিত হয়েছে। আর এটি প্রকাশের পর শুরু হয়েছে আলোচনা। অবশ্য এর আগে ট্রেইলারের একটি খারাপ প্রিন্ট ফাঁস হয়ে গিয়েছিল। আর তখন হতেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের যেনো শেষ নেই।

এই ছবিটির পরিচালক জ্যাক স্নাইডার। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ছবিটির ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেইলারটি নতুন চমক আর উত্তেজনায় পরিপূর্ণ। এই ছবিতে দেখা যাবে বেন অ্যাফ্লেককে। ব্রুস ওয়েনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সাবেক মিস ইসরায়েল গাল গাদোত এই ছবিতে ওয়ান্ডার ওমেন-এর ভূমিকায় অভিনয় করেছেন। এর আগে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে গিজেলের ভূমিকায় অভিনয় করেন তিনি। ছবিটির ট্রেইলার দেখে বোঝা যায় পুরো ছবিতেই সুপারহিরোদের ধুন্ধুমার লড়াই রয়েছে। এখন দর্শকদের শুধুই অপেক্ষা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...