The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

একসঙ্গে ১৩ হাজার মানুষের নাচ! ফিলিপাইনে বিশ্ব রেকর্ড

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক কিছুর বিশ্ব রেকর্ডের পর এবার এক ব্যতিক্রমি রেকর্ডের সংবাদ পাওয়া গেলো। একসঙ্গে ১৩ হাজার মানুষের নাচের বিশ্ব রেকর্ড হলো ফিলিপাইনে!

13 thousand people dancing together

অনেক কিছুর বিশ্ব রেকর্ডের পর এবার এক ব্যতিক্রমি রেকর্ডের সংবাদ পাওয়া গেলো। একসঙ্গে ১৩ হাজার মানুষের নাচের বিশ্ব রেকর্ড হলো ফিলিপাইনে! একই স্থানে সেদেশের ঐতিহ্যবাহী জুম্বা নাচে সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ১৩ হাজার মানুষের অংশগ্রহণের রেকর্ড গড়েছে তারা।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জুম্বা হলো সেই নাচ যার সঙ্গে শারীরিক কসরতের সমন্বয়ও রয়েছে। হিপ-হপ, সোকা, সালসা, সাম্বা, মেরেনজু মাম্বা ইত্যাদি নানা ধরনের নাচ এরসঙ্গে অন্তর্ভুক্ত। তেমনটি জুম্বায় রয়েছে স্কোয়াট, লাঞ্জসহ বিভিন্ন ব্যায়ামও। গত শতাব্দীর ৯০-এর দশকে এটি বানিছিলেন কলম্বিয়ার নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার আলবার্তো ‘বেতো’ পেরেজ। ‘জুম্বা’ বর্তমানে জুম্বা ফিটনেনের ট্রেডমার্ককৃত। জানা গেছে, বিশ্বের ১৮০টি দেশের প্রায় ২ লাখ স্থানে জুম্বা শেখানো হয়ে থাকে!

গতকাল রোববার সকালে ফিলিপাইনের মান্দালয়ং শহরের রাস্তায় আয়োজিত জুম্বা নাচের ওই ক্লাসে অংশ নেন ১২ হাজার ৯৭৫ জন মানুষ। এর মাধ্যমে আগের এক স্থানে জুম্বা ক্লাসে সর্বোচ্চ ৮ হাজার ২৩২ জন অংশ নেয়। মজার বিষয় হলো এর আগের রেকর্ডটিও ছিল ফিলিপাইনেরই।

গতকালকের মান্দালয়ং শহরে জুম্বা ক্লাসের নতুন এই রেকর্ডের ঘোষণা দেন গিনেস বিশ্ব রেকর্ডের কর্মকর্তা অ্যালান পিক্সলে। পরে এক অনুষ্ঠানে তাঁর নিকট হতে রেকর্ডের সার্টিফিকেট গ্রহণ করেন ওই শহরের মেয়র।

Loading...