দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে অভিনয় করবেন বর্তমান সময়ের ঢাকার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
কোলকাতার জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে অভিনয় করবেন বর্তমান সময়ের ঢাকার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। পরবর্তী ছবি ‘ওয়ারিশ’ ছবিতে জিতের সঙ্গে মাহি জুটি বাঁধবেন এমনটা শোনা যাচ্ছে। এই ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সৈকত নাসির।
দেশীয় ছবির অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার এই ছবিটি প্রযোজনা করার কথা রয়েছে। ইতিপূর্বে কোলকাতার দুইজন চিত্রনায়কের বিপরীতে মাহিকে দেখা গেছে। ‘রোমিও বনাম জুলিয়েট’ অঙ্কুশ এর বিপরীতে ও ওমের বিপরীতে ‘অগ্নি ২’ ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
জাজ মাল্টিমিডিয়া হতে নিজেকে গুটিয়ে নেওয়ার পর একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা কোলকাতার নাম্বার ওয়ান নায়ক দেবের বিপরীতে মাহিকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এমন খবরে মুখরিত ছিল মিডিয়াগুলো। এবার জিতের বিপরীতে মাহির অভিনয়ের বিষয়টিও আদতে গুঞ্জন কিনা সেটিও নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সময়ই বলে দেবে ঘটনাটি সত্যি কি না।