দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজারো নোটবুকের ভিড়ে বাজারে আবার এসেছে এইচপির ২৪২ মডেলের নতুন নোটবুক। এই নোটবুকটি বাজারে এনেছে এদেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
হাজারো নোটবুকের ভিড়ে বাজারে আবার এসেছে এইচপির ২৪২ মডেলের নতুন নোটবুক। এই নোটবুকটি বাজারে এনেছে এদেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
বিপণনকারী প্রতিষ্ঠানটি সূত্রে বলা হয়েছে, এইচপির ২৪২ মডেলের নোটবুকটিতে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর রয়েছে। ১৪ দশমিক ০১ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লে সুবিধার নোটবুকটিতে রয়েছে ডিডিআরথ্রি র্যাম এবং ৫০০ জিবি হার্ডডিস্ক সুবিধা রয়েছে এই নোটটিতে। মাল্টি ডিভিডি রাইটার তো রয়েছেই।
এইচপির এই নোটবুকটির দাম ধরা হয়েছে ৩৩ হাজার টাকা। নোটবুকটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবাও থাকবে বলে জানানো হয়েছে।