দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৃষ্টির ব্যতিক্রম মাঝে-মধ্যেই ঘটে। এবারও ঠিক তাই ঘটেছে। ভারতের কর্নাটক রাজ্যে এবার জন্ম নিলো এক মানব শিশু ছাগল!
সৃষ্টির ব্যতিক্রম মাঝে-মধ্যেই ঘটে। এবারও ঠিক তাই ঘটেছে। ভারতের কর্নাটক রাজ্যে এবার জন্ম নিলো এক মানব শিশু ছাগল! সেখানকার এক ছাগল জন্ম দিয়েছে দুইটি মানব শিশু। তবে বাচ্চা দুটিই মৃত জন্ম হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভারতের একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ছাগলটি দুটি মানব শিশু জন্ম দেয়। বাচ্চা দুটির শতকরা ৭০ ভাগই মানুষের মতো। চোখ, কান, মুখমন্ডল সবই মানুষের মতো। এমনকি এর অঙ্গ-প্রত্যঙ্গও মানুষের। শুধুমাত্র কান ও পা ছাগলের মতো।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ছাগলটির মালিক কর্নাটক রাজ্যের ভাস্কর জানান, তিনি চার বছর ধরে ছাগলটি লালন-পালন করছেন। এ পর্যন্ত ছাগলটি ১০টি বাচ্চা দিয়েছে যার সবগুলোই ছিল একেবারে স্বাভাবিক। সর্বশেষ এমন বাচ্চা প্রসবের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।